হৃদয়ভাঙা রং চুয়ে পড়ে
বৈশাখের রঙে মিশে একাকার।
এমনই এক বৈশাখে তোমাকে খুঁজে পেয়েছিলাম।
হারিয়েছি আরেক বৈশাখে।
বৈশাখ আমাকে ছোঁয় না তাই
আর কোনো দিন ছোঁবেও না।
শাড়িতে, ফিতায়, চুড়িতে মেখে থাকে আমারই হৃদয়কাটা রক্তে।
সব হাসি কাঁটায় গেঁথে খোঁপায় পরে ঘুরি ডিসিহিলে।
ভালো লাগাগুলো ছিটিয়ে দিই শিরীষতলায় আবেগী সুরে।
হে বৈশাখ এসো,
এসো আমার সুখ, হাসি, প্রেম নামের সখীদের নিয়ে।



আনজানা ডালিয়া


