Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

ঝলমল দিন

ঝলমল দিন





 
চৈত্রের নিঃসঙ্গ আকাশ দেখি
দেখি প্রতিদিন,
খরায় চৌচির ফসলের মাঠ
ফেটে যাওয়া যেন কৃষকের বুকের জমিন। 
মাঝখানে শুধু অন্ধকার
মুখোমুখি বসিবার-
জাগে না সাধ আর তার
আরণ্যক সমুদ্রে শব্দের হাহাকার
বিষণ্ন সময় কাঁদে।
মানুষের মন যেন নির্বিবাদে 
বাধা পড়ে সময়েরই কাছে
এর পরেও যেন আরো কিছু আছে
আছে খরা, জরা ও মৃত্যু-
আছে যুদ্ধ প্রতিদিন
আছে চৈত্রের খরা শেষে
বৈশাখের ঝলমল দিন। 
 

কমেন্ট বক্স