Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত ছবি সংগৃহীত





 
রাজধানীর উত্তরার কোর্টবাড়ি এলাকায় রেললাইনে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কায় এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাসুম (২৫) ও ইতি খাতুন (১৯)।

পথচারী আল ইসলাম শুভ বলেন, সন্ধ্যার দিকে তারা দুজন হাত ধরে যাচ্ছিলেন। আবার মোবাইল দিয়ে সেলফি তুলছিলেন। হঠাৎ গাজীপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই নারী। আহত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে এলে মারা যান তিনিও।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কয়েকজন পথচারী ওই যুবককে হাসপাতালে নিয়ে আসে। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উত্তরা কোর্টবাড়ি এলাকার রেললাইনে দাঁড়িয়ে সেলফি তুলছিলেন ওই দম্পতি। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তাদের। এতে ঘটনাস্থলেই মারা যান ইতি নামের ওই নারী। আর পথচারীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে যান। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় বলে জানা গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স