নাদিরা বেগম
টুঙ্গিপাড়ায় জন্ম নিল শেখ মুজিবুর রহমান
ধ্যানে-জ্ঞানে জপেন তিনি বাংলাদেশের নাম
বঙ্গবন্ধু, জাতির পিতা জাতির অনেক ঋণ
এক আঙুলের ইশারায় বাংলাদেশ হলো স্বাধীন।
বঙ্গবন্ধু বাংলাদেশের বীর শ্রেষ্ঠ সন্তান
ইতিহাসের পাতা সাক্ষী দেয় তার বিজয়কেতন
জাতির পিতা জন্ম দিল একটি সোনার দেশ
পনেরোই আগস্ট করল তাকে নির্মমভাবে শেষ।
আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে সারা দেশবাসী
চোখের জলের স্রোতে ভাসে বাংলা মায়ের হাসি
বাংলার মাটি আকাশ জল থাকবে মানুষের কোলাহল
জাতির পিতা থাকবেন চির অম্লান নিরন্তর।





