বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল (মঙ্গলবার) এ সিদ্ধান্ত জানিয়েছে টেলিভিশনটি।
এ বিষয়ে আজ সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
সচিবালয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।’
দীপ্ত টিভির স্ক্রলে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত।’ তবে কী কারণে দীপ্ত টিভি এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানায়নি।
ঠিকানা/এএস