আগামী ১৮ মে ফ্রিডম এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর আয়োজনে আমাজুরা কনসার্ট হলে (৯১-১২ ১৪৪ তম প্লেস, জ্যামাইকা) আয়োজন করা হচ্ছে জমজমাট বাংলা লোক রক উৎসব। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশের প্রখ্যাত শিল্পী এরশাদ, অর্ণব ও সুনিধি।
প্রীতম সাহা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে গেট খোলা হবে সন্ধ্যে সাড়ে ৬টায়। তিনি সঙ্গীত পিপাসু প্রবাসী বাংলাদেশীদেও যথাসময়ে অনুষ্ঠান স্থলে আসার অনুরোধ জানিয়েছেন। প্রয়োজনে তাকে (৪০৫) ৫৮৮ ৭৬৯৫ নম্বরে কল করা যেতে পারে।