Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

এখন যে সময়

এখন যে সময়





 
১.
এখন সময় তোমার পথে বসার
সেই সাথে কারো হাত উষ্ণ, উপরে ওঠার
চারদিকে সবকিছু ভেঙে পড়ছে
এটাও কিন্তু শুভঙ্করের অঙ্ক
সবদিকে হাহাকার, সর্বহারাদের আতঙ্ক
তারা আরো গরিব হবে
পৃথিবী নড়েচড়ে বসছে, নেবে নতুন অবস্থান
সব ফল তাদের, নেই শুধু তোমার স্থান

২.
সবকিছুর মধ্যমণি রক্তচোষারা খাবে
যারা গড়ে, যাদের হাতের আঙুল বুনে
তারা কিছুই পায় না করতে ভোগ
তাদের শ্রমের সিংহ ভাগ
আকাশচুম্বী গগন তলায় নামের বাহার
ব্র্যান্ড নাম অহংকারী বিত্তবানদের
আমাদের নাগালের বাইরে
যদি দেখা হয় কখনো সেই কারিগর শিল্পীর সাথে
যদি কখনো কথা হয় খোলামেলা
বোঝা যাবে সব মিথ্যা-নামÑঅহংকার-ব্র্যান্ড
সবই মুনাফাখোরদের অভিনব রক্তচোষা খেলা
 

কমেন্ট বক্স