Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

আমাদের সভ্যতার চালচিত্র

আমাদের সভ্যতার চালচিত্র
বেঢপ নগ্নতা এখন
গ্রাস করে চলেছে নগর সভ্যতা।
না সৌন্দর্য। না এগিয়ে যাওয়া
না অকুণ্ঠ উচ্চারণে
কবিতার পঙ্্ক্তিমালা!
যেন এখানে থেমেই আছে
কালের চাকা সব।
হায় আমাদের এই সময়!

এক বিন্দুও এগিয়ে যেতে পারেনি
আকাশের ওই শঙ্কু মেঘ।
খণ্ডিত অবয়ব নিয়ে
সূর্যের আলোও পৌঁছাতে পারেনি
সভ্যতা নামক শরীরে।
এই আমাদের সভ্যতা!

কুঁচকে শীর্ণ হয়ে যাওয়া এই ছবিটা
একটুও নড়েচড়ে উঠছে না।
তার পরনেও নেই
এ কালের এক চিলতে সুতো।
একেবারেই নগ্ন, স্থূল, ধূলিমলিন
প্রাগচারিত্রের নারীরূপী একটি অবয়ব।
এর নাম সভ্যতা!
হায়! আমাদের সভ্যতা!

হ্যাঁ। তার সমূহ গতরে, অস্তিত্বে
নেই শালীনতা। কোনো চঞ্চলতা।
বোধ করি ঋতুমতী নয় সে আর।
তার সত্তায় নেই বহতা নদীর চারিত্র্য।
হ্যাঁ। বলতে গেলে নিজের ছায়ার পেছনে
উল্টো দিকেই ধাবিত হচ্ছে এই সময়।
এবং তার সাথে পিছিয়ে যাচ্ছি আমরাও!
এই তো আমাদের সভ্যতা!
 

কমেন্ট বক্স