হাসি আর কান্না জীবনের দুই সহচর
এদের উপেক্ষা করার নাই কোনো উপায়ান্তর।
দিন যায় রাত্রি হয় চিরাচরিত প্রথা
এই নিয়মের ব্যতিক্রম না হওয়ারই কথা।
সুখের সাথে অসুখ অঙ্গাঙ্গী জড়িত
এ কথাটা আদিকাল থেকে সর্বজনবিদিত।
জন্মের তারিখ জন্মের সময় যেমন সবার জানা
মৃত্যুর তারিখ মৃত্যুর সময় তেমন সবার অজানা।
জন্মগ্রহণ মানে নিশ্চিত মৃত্যুর স্বাদ গ্রহণ
এ কথাটা যেন জীবনে মনে থাকে সর্বক্ষণ।