Thikana News
২২ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত

ভারতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ স্থগিত ছবি সংগৃহীত
একেবারে শেষ মুহূর্তে এসে দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশের অনুষ্ঠান স্থগিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) স্থানীয় সময় বিকেল ৪টায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।

কিন্তু বেলা ১২টা নাগাদ দিল্লির বাংলাদেশ হাইকমিশনকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। দুই পক্ষের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা এই খবর দিয়েছে।

ভারত সরকারের একটি সূত্রের তথ্যমতে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়ার কারণেই অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে এটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে সূত্র জানায়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স