Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

রাজনৈতিক বিষয়ে মন্তব্য নয়, আমরা ‘নিরপেক্ষভাবে’ কাজ করছি : ইসি 

রাজনৈতিক বিষয়ে মন্তব্য নয়, আমরা ‘নিরপেক্ষভাবে’ কাজ করছি : ইসি  নির্বাচন কমিশনের পঞ্চম সভা শেষে নির্বাচন ভবনে ব্রিফিং করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।ছবি : সংগৃহীত
রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মতামত দিতে চান না জানিয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ ‘নিরপেক্ষভাবে’ কাজ করে যাচ্ছে। জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচনের মধ্যে কোনটি আগে-পরে হবে তা সরকারের উপরই নির্ভর করছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২১ মে (বুধবার) দুপুরে কমিশন সভা শেষে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার এ কথা বলেন।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে। সংশ্লিষ্ট কমিটি এ নিয়ে কাজ করে কমিশনের কাছে উপস্থাপন করবে। তবে সংস্কার উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত আছে। অপরাপর সংশোধনীর বিষয় আছে। ততদিন পর্যন্ত হয়তো আমাদের অপেক্ষা করা লাগতে পারে এই জিনিসগুলো চূড়ান্ত করার জন্য৷ তবে নীতিগত অনুমোদন হয়েছে নীতিমালার খসড়া। আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রম জড়িত। সেটা হলেই এটা চূড়ান্ত করা হবে।

এনসিপির আন্দোলন প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আমরা কোনো মতামত দিতে চাই না।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স