Thikana News
২৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৩ জুলাই ২০২৫

ইশরাকের শপথ : আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয়

ইশরাকের শপথ : আদালতের রায়ের অপেক্ষায় স্থানীয় সরকার মন্ত্রণালয় ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ গ্রহণের বিষয়টি বর্তমানে সর্বোচ্চ আদালতের বিচারাধীন থাকায় স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে আদালতের রায়ের অপেক্ষায় করছে বলে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ২৭ মে (মঙ্গলবার) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ মে হাইকোর্টে দায়ের করা একটি রিট খারিজ হওয়ার পর মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে স্থানীয় সরকার বিভাগ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু ২৫ মে ইশরাক হোসেন নিজেই শপথ গ্রহণের দাবিতে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন।

এরপর ২৬ মে এক নাগরিকের পক্ষে হাইকোর্টের আগের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়। ফলে বিষয়টি এখন আপিল বিভাগে বিচারাধীন অবস্থায় রয়েছে। এ কারণে বর্তমানে মেয়র পদে শপথ পাঠের ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছে।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে সোমবারের মধ্যে শপথ পড়াতে সরকারকে লিগ্যাল পাঠান তার আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সোমবার (২৬ মে) সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয়। 

এই নোটিশের প্রেক্ষিতেই এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স