মাধবীলতা, রঙ্গন, গোলাপ তোমায় পেল সব ফুলে
অলির দল চুপিচুপি তোমার সাথে কথা বলে
ঝরনার সাথে তোমার অচ্ছেদ্য নিবিড় বন্ধন
পাহাড় জানায় তার কোলে সাদর আমন্ত্রণ।
তুমি থাকো গানের সুরে, অন্তরায়
থাকো প্রেমিকের প্রেমের কবিতায়।
শক্ত মলাটের প্রচ্ছদে তুমি হাসছ
নির্বাক বার্তাবাহক হয়ে উঠেছ।
সরু আলপথও তোমার ছোঁয়া পেল
এত চেয়েও আমি পেলাম না চাঁদের আলো।



আনজানা ডালিয়া


