নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট এই পথমেলার আয়োজন করে। মেলার উদ্বোধন করেন ঠিকানা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এম শাহীন ও বিশিষ্ট সমাজসেবক ডা. এনামুল হক। এ সময় আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএ’র সভাপতি শাহ শহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, আহবায়ক ইঞ্জিনিয়ার আব্দুল খালেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে এম এম শাহীন বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাপ্তাহিক আজকালের সম্পাদক লায়ন শাহনেওয়াজ। তিনি সফল এই মেলা অয়োজনের জন্য কর্র্তপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশি কমিউনিটি দিনদিন বাড়ছে। বাড়ছে তাদের অ্যাকটিভিটিজ। প্রবাসে কর্মব্যস্ত জীবনের মাঝে এই ধরনের পথমেলা তাদের মনের খোরাক জোগায়। এই ধরনের উদ্যোগে আমি সবসময় সহযোগিতা করে থাকি। আগামীতেও করবো। অনুষ্ঠান উপস্থাপনা করেন মিয়া মোহাম্মদ দুলাল ও আফরিন তমা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দীন দেওয়ান, মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, এসএম আলম, আহসান হাবিব, হাসান জিলানী, রাসেক মালিক, রুহুল সরকার, ইঞ্জি. আব্দুল খালেক, তরিকুল হোসেন বাদল, শাহাদত হোসেন, আব্দুস সোবহান, আকতার হোসেন, খায়রুল ইসলাম খোকন ও রোজোয়ানা রাজ্জাক সেতু প্রমুখ।
মেলায় আগত দর্শনাথীদের জন্য গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী রিজিয়া পারভীন, কামরুজ্জামান বকুল, শাহ মাহবুব, রানো নেওয়াজ, অনিক রাজসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলায় শেষ পর্বে ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র।