Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

ভয়াবহ দাবানলের কবলে কানাডার ম্যানিটোবা

ভয়াবহ দাবানলের কবলে কানাডার ম্যানিটোবা ছবি সংগৃহীত





 
ভয়াবহ বিপদের মুখে পড়েছে কানাডা। দেশটির পশ্চিমাঞ্চলীয় ম্যানিটোবা প্রদেশে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কানাডার পশ্চিমাঞ্চলীয় ম্যানিটোবা প্রদেশে বুধবার (২৮ মে) ১৭ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। অঞ্চলটি বছরের পর বছর ধরে দাবানলের মৌসুমের সবচেয়ে খারাপ সূচনার সম্মুখীন হচ্ছে।

ম্যানিটোবার প্রিমিয়ার ওয়াব কিনিউ এক সংবাদ সম্মেলনে বলেন, দাবানলের পরিস্থিতির কারণে ম্যানিটোবা সরকার প্রদেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে। এটি ম্যানিটোবার ইতিহাসে সবচেয়ে বড় সরিয়ে নেওয়ার ঘটনা, যা বেশির ভাগ মানুষের জীবদ্দশায় দেখা যায়নি।

কিনিউ জানান, তিনি প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কানাডিয়ান সামরিক বাহিনী পাঠানোর জন্য অনুরোধ করেছেন, যাতে সরিয়ে নেওয়া এবং দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করা যায়। তিনি বলেন, অতি দ্রুত সামরিক বিমান মোতায়েন করা হবে। তারা উত্তরাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে এবং অতিরিক্ত দমকল সংস্থান সরবরাহ করতে সহায়তা করবে।

জলবায়ু সংকটের কারণে কানাডায় দাবানল আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি বিধ্বংসী দাবানলের সম্মুখীন হয়েছে, যার মধ্যে ২০২৩ সালের দাবানল ছিল ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক।

বর্তমানে কানাডায় ১৩৪টি সক্রিয় দাবানল রয়েছে, যার মধ্যে ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা এবং অন্টারিও রয়েছে। এর অর্ধেকই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

ফ্লিন ফ্লনের উত্তর-পূর্বে শেরিডনের একটি মৎস্য লজের মালিক শেরিল ম্যাথেসন বলেন, দাবানল আমাদের ছোট্ট শহরটিকে ঘিরে ফেলেছে। এটি অত্যন্ত অসহনীয়। ধোঁয়া খুব ঘন ছিল। আপনি ৪ থেকে ৫ কিলোমিটার দূর থেকে আগুন দেখতে পারেন এবং এটি দ্রুত এগিয়ে আসছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স