মাঠের থেকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থা বেহাল। গত দুইদিন ধরে অস্থিতিশীল এক অবস্থা বিরাজ করছে বিসিবিতে। এতটাই যে গতকাল রাতে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ফারুকের মনোনয়ন বাতিলের অর্থ বিসিবির সভাপতি পদে আর থাকছেন না তিনি।
আজই নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবেন বলে এক রকম চূড়ান্ত। বিকালের বোর্ড শেষেই সেই ঘোষণা আসবে বলে জানা গেছে। বিসিবির এমন টালমাটাল অবস্থা দেখে যারপরনাই হতাশ ক্রিকেট সমর্থকসহ অন্যান্যরাও। তামিম ইকবালের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়।
বাংলাদেশের সাবেক অধিনায়ক এই অস্থির সময় দেখে খুবই ক্ষুব্ধ হয়েছেন। তাই সরাসরি বলে দিয়েছেন, এখন ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। ব্যক্তিগত কাজে পাকিস্তানে থাকা তামিম বাংলাদেশি সাংবাদিকদের বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের বোর্ড একটা। কিন্তু এখানে ক্রিকেট বাদে আমি সবকিছুই দেখতেছি।
ক্রিকেটটা দেখছি না। কে আসবে, কে যাবে, কে প্রেসিডেন্ট হবে, কে হবে না—কে নির্বাচন করবে, কে করবে না; এগুলো ঠিক আছে, এসব ছোট একটা পার্ট।’
পাকিস্তানের বিপক্ষে আজ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ম্যাচ খেলতে রাতে নামবে বাংলাদেশ। সিরিজটি কাভার করতে মাত্র ৪ জন সাংবাদিক গেছেন শুনে অবাক হয়েছেন। সাবেক বাঁহাতি ওপেনার বলেছেন, ‘পাকিস্তানে আজকে চার জন সাংবাদিক দেখছি।
বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে খেলুক, জিম্বাবুয়ের সাথে খেলুক বা পাকিস্তান-অস্ট্রেলিয়ার সাথে খেলুক—চার জন সাংবাদিক আসবেন, আমি তো এরকম কোনোদিন দেখি নাই। এটা কি বার্তা দিচ্ছে, ক্রিকেটটা তার আকর্ষণ হারিয়ে ফেলছে।’
বাংলাদেশ ক্রিকেট দিন দিন আকর্ষণ হারিয়ে ফেলছে বলে এখন যারা বোর্ড আছেন কিংবা সামনে যারা আসবেন তাদের প্রতি তামিম অনুরোধ করেছেন যেন দেশের ক্রিকেটটা নিয়ে ভাবেন। তিনি বলেছেন, ‘আমি একটাই রিকুয়েস্ট করবো, যারা আছেন বা যারা আসবেন ক্রিকেটটা নিয়ে একটু ভাবেন। কারণ, ক্রিকেট তার আকর্ষণ হারিয়ে ফেলেছে। পুরো ক্রিকেটের প্রত্যেকটা জায়গা থেকে আমরা স্ট্রাগল করছি। এই জিনিসটা শিকার করে, মেনে নিয়ে কিভাবে এখান থেকে ভালোর দিকে এগোতে হবে এই বিষয়টা ভাবা উচিত।’
ঠিকানা/এএস