Thikana News
২৬ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ২৬ জুলাই ২০২৫

লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের ‘সমাধান’

লাইসেন্স পেল গ্রামীণ টেলিকমের ‘সমাধান’
ক্যাশবিহীন ডিজিটাল ওয়ালেট বা ই-ওয়ালেট প্রযুক্তি সেবা দিতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে গ্রামীণ টেলিকমের ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’। এটি গ্রামীণ টেলিকমের এক‌টি সহ‌যোগী প্রতিষ্ঠান।

বাংলাদেশ ব্যাংক পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট ২০২৪ এর অধীনে প্রতিষ্ঠানটিকে লাইসেন্স দেওয়া হয়। ২ জুন (সোমবার) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ধারা ৫(৪)-এর ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক ‘সমাধান সার্ভিসেস লিমিটেড’কে ২০২৫ সালের ২ জুন থেকে পিএসডি ও এডিসিঅ্যান্ডএল (সমাধান) শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ই-ওয়ালেট সেবা দেওয়ার জন্য পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে লাইসেন্স দিয়েছে।

‘সমাধান সার্ভিসেস লিমিটেড’ ২০২১ সালের ১৬ নভেম্বর লাইসেন্সের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রথম আবেদন করে। গত বছরের ২৯ সেপ্টেম্বরে কেন্দ্রীয় ব্যাংক সমাধানের এনওসি মঞ্জুর করে।
‘সমাধান সার্ভিসেস লিমিটেডে’র পরিচালনা পর্ষদে ৯ জন সদস্য আছেন, তারা প্রাথমিকভাবে গ্রামীণ টেলিকমের মনোনীত।
তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রনিক পেমেন্ট এবং লেনদেন নিষ্পত্তির সুযোগ দেয় পিএসপি (পেমেন্ট সার্ভিস প্রোভাইডার)। 
বর্তমানে বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্সপ্রাপ্ত ‘পিএসপি’র সংখ্যা আটটি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স