Thikana News
০৩ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৩ নভেম্বর ২০২৫





 

ঈদুল আজহা

ঈদুল আজহা





 
ঘুরে ঘুরে ফিরে আসে, কত সব স্মৃতি
ফিরে ফিরে দেখি তাই, জগতের রীতি।

যুগ যুগ পার করে হাজারও বছর
মহিমা ছড়ায়ে চলে
খুশির নহর।

মানুষ, মানুষ জাগায়, মানুষের সেরা দানে
মানুষের পাপ মুছে যায়
পশু কোরবানে।

পশু ত্যাগ, পশু প্রাণ মানুষেরই জন্য
ন্যায়নীতি উৎসবে
ত্যাগ হয় ধন্য।

রাগ, ক্ষোভ, হিংসা, লোভ
ত্যাগে হয় প্রতিরোধ।

ত্যাগে বাঁধিলে পাপ-
সেই পথে পুণ্য ফেরে, ঠেলে অভিশাপ।

মানবতার পথ বেয়ে ঈদুল আজহা
সুপথে রাখো জাতি
হে মহান আল্লাহ।

কমেন্ট বক্স