Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

মেয়ে

মেয়ে





 
কে তুমি মেয়ে!
ডুবে আছ রূপের সাগরে
আমার দু’চোখের পলক নাহি পড়ে।
তুমি চোখ মেলো যখন
সাঁঝের বেলা শুরু হয় তখন।
তোমার চোখ বন্ধ করলেই
পৃথিবীতে সন্ধ্যার আগমন আসে
কারও সাধ্য কি আছে
তোমায় নাহি ভালোবাসে।
ও মেয়ে তুমি হাঁটলেই
নূপুরের ধ্বনি শোনা যায়,
রোদেলা আকাশে বৃষ্টিরা আগমন করে
ভালোবাসায় ভিজিয়ে দেয়।
তুমি নদীর জলের মতো স্বচ্ছ
তুমি রজনীগন্ধার মতো গুচ্ছ।
তুমি আলো
অন্ধকারকে সরিয়ে দাও,
ও মেয়ে তুমি তো সাগরকন্যা
ঢেউকে কাছে টেনে নাও।
তোমার দিঘল কালো কেশ
ছেড়ে দাও যখন
মেঘেরাও লজ্জা পায় তখন।
আমি শুধুই দেখি
হৃদয় মাঝে তোমার কত ছবি আঁকি।
জানা নাই তোমায়
আমি জানতে চাই
চেনা নাই তোমায়
চিনতে চাই
ও মেয়ে তুমি আসবে কি
আমায় ভালোবাসবে কি?
 

কমেন্ট বক্স