Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত শতাধিক

কোরবানি দিতে গিয়ে ঢাকায় আহত শতাধিক ছবি সংগৃহীত



 
পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ এর আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত আহতদের সংখ্যা এক শ ছাড়িয়েছে। তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকা থেকে কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবছর ঈদুল আজহার দিনে পশু জবাই ও মাংস কাটাকাটির সময় অসাবধানতাবশত অনেকেই ছুরি বা দা-কুড়াল জাতীয় ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। অসাবধানতা, অভিজ্ঞতার অভাব ও মৌসুমি কসাইদের কারণে এই সংখ্যা বাড়ে। তবে এবার আহতদের বেশির ভাগই শঙ্কামুক্ত। চিকিৎসকরা এ সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স