রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে শনিবার (৭ জুন) দুপুরে সেনাপ্রধান সস্ত্রীক বঙ্গভবনে যান। সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনীর ফেসবুক পেজে সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে বলা হয়, সাক্ষাৎকালে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
ছবিতে দেখা যায়, সেনাপ্রধান ও তার স্ত্রী সারাহনাজ কমলিকা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও বঙ্গবভনের কর্মকর্তারা। তারা শুভেচ্ছা বিনিময় করেন। সেনাপ্রধান রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন।
এদিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করেন সেনাপ্রধান।
ঠিকানা/এনআই