সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বসতঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই পরিবারের আরও চারজন।
২০ আগস্ট রোববার মধ্যরাতে জাফলংয়ের রসুলপুর গ্রামের ইয়াকুব মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইয়াকুব মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও মেয়ে সুমাইয়া আক্তার (১২)। এ ছাড়া আগুনে দগ্ধ হয়েছেন ইয়াকুব মিয়া, তার মা ও অন্য দুই সন্তান। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, ইয়াকুব মিয়ার বসতঘরের সঙ্গেই তার একটি দোকানও রয়েছে। মধ্যরাতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বসতঘর ও দোকানে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলে জেসমিন ও তার মেয়ে সুমাইয়া মারা যান।
গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঠিকানা/এনআই