নিউইয়র্ক শহরের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জুন বিকালে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রবাসী বাংলাদেশি, দক্ষিণ এশীয় ও অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি ছিল।
সভায় জোহরান মামদানি বলেন, নিউইয়র্কে জীবনযাত্রার ব্যয় দিন দিন বাড়ছে। আমি এমন একটি শহর গড়তে চাই, যেখানে শ্রমজীবী ও অভিবাসী জনগণ তাদের ন্যায্য সুযোগ-সুবিধা এবং সম্মান নিয়ে বসবাস করতে পারবে।
তিনি আরও বলেন, আমি শুধু একটি রাজনৈতিক পদ চাই না, আমি চাই মানুষের পক্ষ থেকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। আমার অভিজ্ঞতা, পারিবারিক পটভূমি এবং সামাজিক বাস্তবতা আমাকে এই দায়িত্ব পালনে প্রস্তুত করেছে।
আলোচনায় অংশ নেওয়া কমিউনিটির সদস্যরা শহরের আবাসন সংকট, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অভিবাসন সংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরেন। জোহরান মামদানি প্রতিটি প্রশ্ন মনোযোগ দিয়ে শোনেন এবং ক্ষমতায় গেলে কমিউনিটির সঙ্গে নিয়মিত সংলাপ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, জোহরান শুধু একজন প্রার্থী নন, তিনি আমাদের মতো মানুষের কণ্ঠস্বর। তার কথায় বাস্তবতা এবং আন্তরিকতা আছে।
সভা শেষে উপস্থিত সবাইকে আগামী ২৪ জুন অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে অংশ নিয়ে জোহরান মামদানিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। 
উল্লেখ্য, জোহরান কোয়ামে মামদানি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট। উগান্ডায় জন্মগ্রহণকারী এবং নিউইয়র্কে বেড়ে ওঠা জোহরান মামদানি দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের স্বার্থে কাজ করে আসছেন। তার কর্মজীবনে উল্লেখযোগ্য বিষয় হলো- ট্যাক্সি ড্রাইভারদের সঙ্গে অনশনে অংশ নিয়ে পরিবর্তনশীল ঋণের বিরুদ্ধে লড়াই করে ৪৫০ মিলিয়ন ডলারের বেশি ঋণমুক্তির তহবিল সংগ্রহ করা এবং নিউইয়র্ক রাজ্য বাজেটে অতিরিক্ত সাবওয়ে পরিষেবা ও ভাড়ামুক্ত বাস পরীক্ষামূলক প্রকল্পে ১০০ মিলিয়ন ডলারের বেশি বরাদ্দ নিশ্চিত করা।
একই সঙ্গে তিনি একটি প্রস্তাবিত দূষণকারী বিদ্যুৎকেন্দ্র প্রতিরোধে রাজ্যজুড়ে জনসচেতনতা সৃষ্টি ও সংগঠনের মাধ্যমে সফল প্রতিবাদ গড়ে তোলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোস্যাল মিডিয়া তারকা প্রিসিলা। স্বাগত বক্তব্য এবং জোহরান মামদানিকে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের অন্যতম আয়োজক ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান। মঞ্চে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আজকাল সম্পাদক শাহনেওয়াজ এবং আব্দুস সোবহান। 
                           
                           
                            
                       
     
  
 

 ঠিকানা রিপোর্ট
 ঠিকানা রিপোর্ট  
                                
 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                 
                                                     
                                                
