Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

নীলাঞ্জনার ঈদ

নীলাঞ্জনার ঈদ





 
ঈদটা আসে নীলাঞ্জনার
মাটন, ইলিশ সর্ষে,
কোরমা, পোলাও, কালাভুনার
ঢেকুর তোলার হর্ষে।

ঈদটা আসে নীলাঞ্জনার
খোঁপায় ফুলের গন্ধে,
মনপিয়াসি উড়ে বেড়ায়
আপন মনের ছন্দে।

ঈদটা আসে নীলাঞ্জনার
ঈদের গানের সুরে,
আলতা পায়ে খুশির নায়ে
হারায় অচিনপুরে।

ঈদটা আসে নীলাঞ্জনার
পায়ে রুপোর মলে,
ঝুমুর ঝুমুর ঘুরে বেড়ায়
ফুলের মালা গলে।
 

কমেন্ট বক্স