Thikana News
০৪ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

মোজা ছাড়া জুতা পরলে যেসব সমস্যা হয়

মোজা ছাড়া জুতা পরলে যেসব সমস্যা হয় সংগৃহীত
অনেকেই মোজা ছাড়া জুতা পরেন। স্টাইলের জন্য অনেককেই এটি করতে দেখা যায়। মোজা ছাড়া জুতা পরলে কী হবে তা অনেকেই জানেন না। আপনি কি জানেন যে এই অভ্যাস অনেক সমস্যার কারণ হতে পারে? চলুন জেনে নেওয়া যাক মোজা ছাড়া জুতা পরলে কী কী সমস্যা হয়। 
– মোজা ছাড়া জুতা পরলে আপনার পায়ের ক্ষতি হতে পারে। এটি আপনার শরীরের রক্ত সঞ্চালনের উপরও নেতিবাচক প্রভাব ফেলে। 
– মোজা ছাড়া জুতা পরলে পায়ের কিছু অংশে চাপ বেশি পড়ে। এটি রক্ত সঞ্চালনের উপরও প্রভাব ফেলে।
– মোজা ছাড়া জুতা পরলে পায়ে অ্যালার্জির সমস্যা হতে পারে। কিছু মানুষের ত্বক খুবই সংবেদনশীল হয়।
– পা ঘাম তৈরি করে। মোজা ছাড়া জুতা পরলে, এই ঘাম স্পষ্টতই আর্দ্রতা বাড়ায়। এর ফলে অনেক ধরণের ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ হতে পারে। সূত্র : হিন্দুস্থান টাইমস

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স