Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

২২ জুন নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২২ জুন নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করবে। শুক্রবার (২০ জুন) দলীয় সাধারণ সভায় এনসিপির খসড়া গঠনতন্ত্র অনুমোদন শেষে এমন তথ্য জানানো হয়।

খসড়া গঠনতন্ত্রমতে পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এ ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।

দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী দায়িত্বে থাকবে পলিটিক্যাল কাউন্সিল। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে ১৫ সদস্যের এই কাউন্সিলের সদস্য হবেন। এ ছাড়া তাদের আরও দুজন মনোনীত সদস্য থাকবে। আর বাকি ১১ জনকে নির্বাচন করা হবে। নির্বাচিতদের মধ্যে অন্তত ৩ জন নারী সদস্য থাকবেন।

এ ছাড়া কেন্দ্রীয় কমিটির মেয়াদ হবে ৩ বছর। মেয়াদের সবশেষে ৯০ দিনের মধ্যে পরবর্তী কাউন্সিল আয়োজন করার কথা রয়েছে খসড়া গঠনতন্ত্রে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স