Thikana News
০৫ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নাটোরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪ ছবি সংগৃহীত
নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া মহিলা কলেজের সামনে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বিকেল পাঁচটায় বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার পণ্ডিত গ্রামের বাসিন্দা সিএনজিচালিত অটোরিকশার চালক বাবু হোসেন (৩৫), অটোরিকশার যাত্রী ঢাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪২) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাগর হোসেন (২৩)। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নাটোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ খান জানান, শুক্রবার বিকেল পাঁচটায় বনবেলঘড়িয়া বাইপাস-সংলগ্ন নাটোর মহিলা কলেজের সামনে সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রাব্বি পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক বাবুর মৃত্যু হয়।

এ সময় গুরুতর আহত তিনজনকে নাটোর সদর হাসপাতালে আনা হলে একে একে তিন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুর রহমান জানান, দুজন নিহতের পর নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি অপর দুজনের মৃত্যু হয়। তারা দুজনই গুরুতর আহত ছিলেন। তাদের একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স