Thikana News
০৮ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

যুদ্ধবিরতি এখনো হয়নি, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি

যুদ্ধবিরতি এখনো হয়নি, বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি কিছুক্ষণ আগে এক্সে একটি পোস্ট করেছেন। তিনি জানিয়েছেন দখলদার ইসরায়েল যদি তাদের ‘অবৈধ হামলা বন্ধ করে’ তাহলে ‘ইরানেরও হামলা চালিয়ে নেওয়ার আর কোনো ইচ্ছা নেই’।

তিনি দখলদারদের ইরানি সময় মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। আরাঘচি জানিয়েছেন, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এ সময় ইতিমধ্যে পার হয়ে গেছে।

তিনি বলেছেন, “ইরান যেমনটা বারবার স্পষ্ট করেছে : ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে, ইরান করেনি। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেওয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়। তাহলে এরপর তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।” সূত্র: বিবিসি

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স