Thikana News
২৪ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

ব্রিকস সম্প্রসারণে শীর্ষ নেতাদের ঐকমত্য

ব্রিকস সম্প্রসারণে শীর্ষ নেতাদের ঐকমত্য
নেতাদের এই সম্মতি কয়েক ডজন আগ্রহী দেশের ব্রিকস জোটে যোগ দেওয়ার পথ সুগম করবে। 

বিশ্বের নেতৃস্থানীয় উন্নয়নশীল পাঁচ দেশের জোট ব্রিকসের নেতারা এ জোটের সম্প্রসারণে নতুন সদস্য নেওয়ার বিষয়টি বিবেচনার জন্য একটি প্রক্রিয়ার বিষয়ে রাজি হয়েছেন।

বুধবার দক্ষিণ আফ্রিকা এ কথা বলেছে। নেতাদের এই সম্মতি কয়েক ডজন আগ্রহী দেশের ব্রিকসে যোগ দেওয়ার পথ সুগম করবে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে তিনদিনের ব্রিকস শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় হিসাবে স্থান পেয়েছে জোটে যোগ দেওয়ার জন্য কিছু আবেদন বিবেচনার বিষয়টি।

জোটের সদস্যরা প্রকাশ্যে সম্প্রসারণকে সমর্থন জানালেও কীভাবে এবং কত দ্রুত সেটি করা হবে তা নিয়ে নেতাদের মধ্যে বিভক্তি ছিল।

সম্মেলনে একটি বৈঠকের পর দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালিত উবুন্তু রেডিওতে পররাষ্ট্রমন্ত্রী নালেদি প্যান্ডর বলেন, “আমরা (ব্রিকস) সম্প্রসারণের বিষয়ে একমত হয়েছি।

“ব্রিকসে যোগ দিতে আগ্রহী দেশগুলোর আবেদন বিবেচনার জন্য আমরা একটি নথি নিয়েছি, যাতে এ বিষয়ক নির্দেশিকা, নীতি ও প্রক্রিয়া নির্ধারণ করা আছে… এটি খুবই ইতিবাচক।”

প্যান্ডর ব্রিক্সে যোগ দিতে আগ্রহী দেশগুলোর আবেদন কোন কোন বৈশিষ্ট্যর ভিত্তিতে বিবেচনা করা হবে সেই কর্মকাঠামোর ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।

তিনি কেবল বলেন, বৃহস্পতিবার শীর্ষ সম্মেলন শেষ হওয়ার আগে জোটের নেতারা সম্প্রসারণের বিষয়ে আরও বিস্তারিত ঘোষণা দেবেন।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স