Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে তরুণী নিখোঁজ

এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে তরুণী নিখোঁজ ছবি সংগৃহীত
এইচএসসি পরীক্ষা দিতে বের হয়ে নিখোঁজ হয়েছেন মাহিরা জামান পিউ নামের এক তরুণী। রোববার (২৯ জুন) সকালে ভাটারা এলাকা থেকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে রওনা হন তিনি। এরপর তাকে কোথাও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তার পরিবার।

পরিবার জানায়, মাহিরা জামান পিউ সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র ছিল মিরপুর কলেজ। তিনি রোববার সকাল আটটার দিকে বাসা থেকে একাই বের হয়েছিলেন পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে। কিন্তু তিনি বাসা থেকে বের হওয়ার পরবর্তী সময় থেকেই নিখোঁজ। পরীক্ষার কেন্দ্রেও তিনি উপস্থিত ছিলেন না।

মাহিরার পরিবার আরও জানায়, এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে মাহিরার সন্ধান চেয়েছে তার পরিবার। কেউ মাহিরার সন্ধান পেলে তার পরিবারের সাথে এই 01789510450 নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স