অন্য অনেক কিছু নিয়ে বিতর্ক থাকলেও, ফুটবলের প্রতি নেইমারের ভালোবাসা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। বয়স ৩৩ ছুঁলেও এখনও খেলার প্রতি তার টান একটুও কমেনি। সান্তোসে ফিরে নিজের শৈশবের ক্লাবে আবারও নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা। চুক্তির মেয়াদ এই বছরের শেষ পর্যন্ত হলেও, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে।
সম্প্রতি পরিবারের সদস্যদের সাথে এক ঘরোয়া সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়ি ভবিষ্যৎ, ভালোবাসা, এবং সমালোচনার জবাব নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। জানালেন, যতদিন মাঠে নিজের মতো করে পারফর্ম করতে পারবেন, ততদিন ফুটবল ছাড়ছেন না।
এসিএল ইনজুরি কাটিয়ে সান্তোসে ফিরলেও নেইমার এখনো পুরোপুরি ফিট নন। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বড় ইনজুরিতে পড়েন, যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি। চলতি বছর সান্তোসের হয়ে ১৫ ম্যাচে মাত্র ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করতে পেরেছেন, জাতীয় দলে ফেরাও হয়নি।
তবে মাঠের বাইরের জীবন নিয়ে নেইমার যতটা আলোচনায় থাকেন, নিজের মনটা ঠিক ততটাই খারাপ হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা তাকে ব্যক্তিগতভাবে আঘাত করলেও মানসিকভাবে ভেঙে পড়েন না, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার কথায়, ‘আমার ফুটবল ক্যারিয়ার একদিন শেষ হয়ে যাবে, তবে আমার নাম ইতিহাসে থেকে যাবে।’
নেইমার আরও মনে করিয়ে দেন, যারা সত্যিকার অর্থে তাকে চেনেন, তারা জানেন তিনি কেমন মানুষ—এবং সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই মুহূর্তে প্রশ্নটা একটাই: নেইমার কি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো ঝলক দেখাতে পারবেন? উত্তরটা সময়ই দেবে, তবে নেইমারের কথায় এক জিনিস স্পষ্ট—ফুটবলের প্রতি ভালোবাসা শেষ না হওয়া পর্যন্ত, বিদায় বলার কোনো পরিকল্পনা নেই তার।
ঠিকানা/এএস 
                           
                           
                            
                       
    
 
 


 ঠিকানা অনলাইন 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
