পূর্ণতার হাসি মুগ্ধ রাশি রাশি
যত্নে রেখে যখন বলে তোমায় ভালোবাসি।
খামখেয়ালি হরহামেশা
মনের সাথে মন মিলিয়ে হবে সকল রং তামাশা।
দুষ্টু মিষ্টি খুনসুটিতে
রাগলে তবে আগলে রেখো শুভদৃষ্টিতে।
ভাবনার তালে তালে
খই ফোটা হাসি যেন মিলে থাকে দুই গালে।
সুখে দুঃখে একসাথে
হাত জোড়া মিলে রবে এক পাতে।