Thikana News
০৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সহস্র বছরের দীর্ঘ প্রতীক্ষায়

সহস্র বছরের দীর্ঘ প্রতীক্ষায়
কারো কারো সবকিছু খুব দেরিতে হবে
শখের জ্যোতিষী সেই কবে হাত দেখে বলে
দিয়েছিল দেরিতে প্রাপ্তি এড়ানো যাবে না

কারো তিরিশ বছর বয়সে প্রথম প্রেম হলেও
তা প্রণয়ে গড়ায় না তার জন্য সময় দেয়া লাগে
জুটি হওয়ার ভাগ্য আলাদা কে ভেবেছিল?

মুখ থেকে বেরোলেই বিখ্যাত হয়ে যাবে
সেরকম আশা অপ্রকৃতিস্থ উত্তরাধিকারের
কাছেও পার পায় না কথা শুনতে হয়

দেরিতে হওয়ার কথা থাকলেও এই জন্মে
অনেক কিছুই হবে না প্রণয়ে প্রেমের গল্প অসমাপ্ত
থেকে যাবে সুখানুভূতি বিরল হবে

প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় হওয়া অন্য কোনো
সময়ের জন্য গচ্ছিত থাকবে প্রতিদিনের আকাক্সক্ষা
সহস্র বছরের দীর্ঘ প্রতীক্ষায় বিলীন হবে
 

কমেন্ট বক্স