Thikana News
০৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গানে গানে নিউইয়র্ক মাতালো মাইলস

গানে গানে নিউইয়র্ক মাতালো মাইলস
নিউইয়র্কে হয়ে গেলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড মাইলসের এক বর্ণাঢ্য ও জমকালো কনসার্ট। গত ২৭ জুন শুক্রবার  সন্ধ্যায় কুইন্সের ফ্ল্যাশিং মেডো’র মূলধারার কুইন্স থিয়েটারে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। মাইলস রিলোডেড কুইন্স থিয়েটার : সঙ্গীত, স্মৃতি ও সংস্কৃতির এক অনন্য সন্ধ্যা’ শিরোনামে মাইলসের শিল্পীরা ‘মাইলস রিলোডেড লাইভ ইন নিউইয়র্ক’ কনসার্ট উপহার দিয়ে দর্শকদের মুগ্ধ করেন। 
গ্যালাক্সি মিডিয়া আয়োজিত এবং গোল্ডেন এইজ হোম কেয়ার উপস্থাপিত এই সাংস্কৃতিক সন্ধ্যার সহযোগিতায় ছিল নিউইয়র্ক সিনিয়র অ্যাডাল্ট ডে কেয়ার। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপস্থাপিকা রেজওয়ানা এলভিস মঞ্চে উঠে অনুষ্ঠান শুরু করেন।
তিনি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক সংগঠন গ্যালাক্সি মিডিয়ার মালিক ও সিইও মোহাম্মদ বদরুদ্দোজা সাগরকে উদ্বোধনী বক্তব্য দেয়ার জন্য আহ্বান জানান। মাইক্রোফোন হাতে নিয়েই তিনি প্রবাসে বাংলা সংস্কৃতির বিকাশ ও প্রসারে তাঁর দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন।  
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম, জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস, জনপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অলিভ আহমেদ। 
আমন্ত্রিত সব অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বদরুদ্দোজা সাগর।
কনসার্টে মাইলস ব্যান্ড তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করে প্রবাসী বাংলাদেশিদের মুগ্ধ করে তোলে। পুরো অডিটোরিয়াম জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
সঙ্গীত পরিবেশনার মাঝে মাইলসের প্রয়াত ভোকাল শাফিন আহমেদের স্মৃতি ও অবদান তুলে ধরেন তার ভাই ও মাইলসের বর্তমান প্রধান ভোকাল হামিন আহমেদ। এ সময় দর্শকদের মাঝে এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। পুরো মিলনায়তনে নেমে আসে পিনপতন নীরবতা। 
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহাম্মদ বদরুদ্দোজা সাগর মাইলসের শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন। 
রকস্টার সৈয়দ মোস্তফা ইকবাল আসিফ জুয়েলকে মঞ্চে দেখা গেছে মাইলস ব্যান্ডের পরিবেশনায়। 

কমেন্ট বক্স