বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের (বাকা) উদ্যোগে বাংলা সিডিপ্যাপ এবং আলেগ্রা দশম বাংলা মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রোববার নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের ওয়াটারবেরি অ্যাভিনিউতে এই মেলার আয়োজন করা হয়। নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস মেলায় যোগ দেন। তিনি বাংলাদেশি কমিউনিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, নিউইয়র্ক সিটির উন্নয়নে বাংলাদেশি কমিউনিটির অগ্রণি ভূমিকা রয়েছে।
বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষেরা অংশ নিয়ে মেলাকে প্রাণবন্ত করে তোলেন। মেলার উদ্বোধন করেন বাংলা সিডিপ্যাপ এবং আলেগ্রা হোমকেয়ারের কর্ণধার ও বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ।
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার বক্তব্যে এই রকম একটা সফল মেলা আয়োজন এবং মেলায় এতো বিপুল সমাবেশ ঘটানোয় আয়োজক সংগঠন বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান এবং আগামীতে সংগঠনের সাথে যে কোনো কার্যক্রমে শরীক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।
সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরীর সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আহবাব চৌধুরী খোকন, সাধারণ সম্পাদক শাহ বদরুজ্জামান রুহেল ও বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুলের যৌথ উপস্থাপনায় উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল হাশিম হাসনু, কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও রাজনীতিক আব্দুর রহিম বাদশা, জুনেদ চৌধুরী, মাসুদ রহমান, ফেঞ্চুগঞ্জ অ্যাসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি মাহবুবুল আলম, কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ এর সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, আহাদ আলী সিপিএ, রিয়েলটর সালেহ উদ্দিন সাল, রিয়েল এস্টেট ইনভেস্টর বিলাল চৌধুরী, মর্টগেজ ব্রোকার আকিব হোসেন, রিয়েলটর শেরুজ্জামান শিরু, সংগঠনের সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন লুকু, সহ সভাপতি মাকসুদা আহমেদ, ফয়সল আহমেদ, মেলা কমিটির আহবায়ক এবং সংগঠনের প্রচার ও গণ সংযোগ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, এমডি আলা উদ্দিন, শাহ কামাল উদ্দিন, মেলা কমিটির সদস্য সচিব ও সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ রনি, স্কুল শিক্ষা ও সমাজসেবা সম্পাদক ও মেলা কমিটির যুগ্ম সদস্য সচিব সালমা সুমী, কার্যকরী পরিষদ সদস্য চৌধুরী মোমিত তানিম।
বাংলা মেলায় সংগঠনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রায়হান জামান রানা, ক্রীড়া ও বিনোদন সম্পাদক শাহ ইকবাল রাজু, কার্যকরী পরিষদ সদস্য রেহানুজ্জামান রেহান।
এছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফয়েজ চৌধুরী, আবু সাইদ আহমদ, মৌলভীবাজার সমিতি নিউজার্সির কর্মকর্তা সুলেমান চৌধুরী, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি এরশাদ সিদ্দিকী, লে. বিলাল উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ সাইদ আহমেদ, ফয়েজ চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট খবির উদ্দিন ভুইয়া, মখন মিয়া, মনজুর চৌধুরী জগলুল, মোতাসিম বিল্লাহ তুষার, ফারমিস আকতার, জামাল আহমেদ, সাংবাদিক সিদ্দিকুর রহমান সুমন, সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির শামীম প্রমুখ।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রতীক হাসান, বাউল কালা মিয়া, রেশমী মির্জা ও শাহ মাহবুব। নৃত্য পরিবেশন করেন নিউইয়র্কের উদীয়মান নৃত্য শিল্পী মায়া অ্যাঞ্জেলিনা। মেলার শেষপর্বে ছিল র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী।
বাংলা মেলার সফল সমাপ্তিতে সংগঠনের সভাপতি সারওয়ার চৌধুরী মেলায় সর্বাত্বক সহযোগিতা করার জন্যে সকল স্পন্সর এর প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ এবং আগামীতেও বাকা’র বিভিন্ন কার্যক্রমে সবার স্বতস্ফূর্ত ও আন্তরিক সহযোগিতা কামনা করে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।