যশোরে নারী-শিশুসহ একই পরিবারের তিনজনের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ তিনজনকে গুরুতর অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে (৮) ও মেয়ে (২৬)।
ভুক্তভোগী মেয়েটির চাচা আব্দুর রহমান জানান, মেয়েটির সঙ্গে স্বামীর সম্পর্ক নেই। স্বামীর বাড়ি ছেড়ে আসার পর ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকতেন।
মঠবাড়ি গ্রামের ফজলুর রহমানের কাজের লোক জসিম মেয়েটিকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। মেয়েটি তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে জানালা দিয়ে অ্যাসিড ছুড়ে মারেন। এতে মেয়েটি, তার ভাই ও মা রাহেলা খাতুন অ্যাসিডে দগ্ধ হন। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক আহত ব্যক্তিদের যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার জুবায়ের আহমেদ বলেন, অ্যাসিডে শিশুর পাসহ বিভিন্ন জায়গায় দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে।’
ঠিকানা/এনআই