Thikana News
০৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পূজায় আসছে ‘রঙবাজার’

৪০০ বছরের যৌনপল্লির এক রাতের গল্প
পূজায় আসছে ‘রঙবাজার’ সিনেমাটির দৃশ্য। ছবি : প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্য
দৌলতদিয়ার আলো-আঁধারির পেছনে লুকিয়ে থাকা শতাব্দীর ইতিহাস এবার ধরা দেবে রূপালি পর্দায়। দুর্গাপূজা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘রঙবাজার’। গল্পের ভেতরে গল্প—তামজিদ অতুলের মৌলিক গল্পে চিত্রনাট্য সাজিয়েছেন গোলাম রাব্বানী। এই সিনেমায় উঠে এসেছে ৪০০ বছরের পুরোনো এক যৌনপল্লি উচ্ছেদের এক রাতের হৃদয়বিদারক কাহিনি। মূলত নারায়ণগঞ্জের টানবাজার উচ্ছেদের বাস্তব ঘটনার প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে এটি। সিনেমার বড় অংশের শুটিং হয়েছে দৌলতদিয়া যৌনপল্লিতে, যেখানে এখনও বাস্তবের গন্ধ রয়ে গেছে।

নির্মাতা রাশিদ পলাশ জানালেন, “রঙবাজার অনেক আগেই প্রস্তুত ছিল, কিন্তু আমরা সময়ের অপেক্ষায় ছিলাম। এটি সব বয়সীদের জন্য নয়—একটি সচেতন শ্রেণিকে কেন্দ্র করে বানানো হয়েছে। গত বছর দেশের পরিস্থিতি অনুকূল না থাকায় মুক্তি দিতে পারিনি। পূজা আমার কাছে বিশেষ। এই উৎসবেই ‘পদ্মাপুরাণ’ মুক্তি পেয়েছিল, এবারও দর্শকদের ভালোবাসা পেতে চাই।”

‘রঙবাজার’ শুধু একটি যৌনপল্লির গল্প নয়, এটি সমাজের চোখে ‘পাপের পেশা’ হিসেবে চিহ্নিত একটি শ্রেণির রঙ বদলের গল্প। পরিচালক বলেন, “উচ্ছেদের পর এই পেশা কি বিলুপ্ত হয়েছে, নাকি আরও ছড়িয়ে পড়েছে—আমরা সেই প্রশ্নটাই তুলেছি। এক রাতে গুঁড়িয়ে দেওয়ার অর্থ কী? সেটা বোঝাতে চেয়েছি।”

শক্তিশালী একটি অভিনয় পরিসর নিয়ে নির্মিত এই সিনেমায় রয়েছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠুসহ অনেকে।

প্রযোজনায় রয়েছে লাইভ টেকনোলজিস। পূজার রঙে রঙিন হতে এবার সিনেমা হলে আসছে ‘রঙবাজার’; যেখানে এক রাতেই ভেঙে পড়ে শতাব্দীর এক আশ্রয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স