Thikana News
০৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

জুলাই শহীদদের সনদ দেওয়া একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন

জুলাই শহীদদের সনদ দেওয়া একটু ক‌ঠিন : উপদেষ্টা শারমীন ছবি সংগৃহীত
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুর্শিদ বলেছেন, জুলাই শহীদদের সনদ দেওয়া সম্ভব কিন্তু এটি একটু কঠিন, কারণ যোদ্ধা‌দের সংখ্যা অনেক। শুক্রবার (৪ জুলাই) বিকেলে টঙ্গীতে দুই শহীদের কবর জিয়ারত এবং তাদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন মুর্শিদ বলেন, নাফিসাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এ বিষয়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে। জুলাই শহীদদের স্বীকৃতিস্বরূপ সনদ প্রদানের বিষয়ে সরকার কাজ করছে। এ সময় তিনি শহীদ মারওয়ার পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং পৃথক দুই শহীদের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি এক বছর হলো। এত দিনেও শহীদ পরিবারগুলোর কাছে পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। আমাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, আমরা নাকি সময়মতো পৌঁছাই না। কিন্তু তার পরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেরি হলেও আমরা সবার কাছে পৌঁছাতে চাই।’ শারমীন মুর্শিদ নিশ্চিত করেন, শহীদ নাফিসার বাবা এবং অপর একজন শহীদের বাবা প্রয়োজনীয় অনুদান পেয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার শারমিন সুলতানা, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স