ঘোষণা হয়ে গেল ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারের আসরে ‘পুষ্পা’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেলেন দক্ষিণী তারকা আল্লু অর্জুন। ‘মিমি’ ছবির জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন পঙ্কজ ত্রিপাঠী।
‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেলেন আলিয়া ভাট। তার সঙ্গে ‘মিমি’ ছবির জন্য সেরার পুরস্কার পান কৃতি শ্যাননও। সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার পান পল্লবী জোশী, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সৌজন্যে।
এবারের আসরে সেরা ছবি নির্বাচিত হয় মাধবন অভিনীত ‘রকেট্রি : দ্য নাম্বি এফেক্ট’। জনপ্রিয় ক্যাটাগরিতে সেরা ছবির পুরস্কার পেল ‘আরআরআর’। হিন্দি ছবি হিসেবে সেরা পুরস্কার পেল ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’। এ ছাড়া সেরা বাংলা ছবির সম্মাননা পেয়েছে রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি পরিচালিত ‘কালকক্ষ’।
এ ছাড়া ‘পুষ্পা’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন দেবী শ্রী প্রসাদ। নার্গিস দত্ত পুরস্কার পেল ‘দ্য কাশ্মীর ফাইল্স’। বিশেষ জুরি পুরস্কার পেল ‘শেরশাহ’।
নন-ফিচার বিভাগে সেরা বায়োগ্রাফিক্যাল ছবির স্বীকৃতি পেল সোমনাথ মণ্ডলের ‘রুকু মাটির দুখু মাঝি’। সেরা নন-ফিচার ছবি হিসেবে জাতীয় পুরস্কার পেল ‘এক থা গাঁও’। সেরা অ্যানিমেশন ছবি ‘কান্দিটুন্দ’।
ঠিকানা/এনআই