Thikana News
১৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৩ জুলাই ২০২৫
নয়াপল্টনে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি

মিটফোর্ডে নৃশংসতায় মূল তিনজনকে আসামি করা হয়নি

মিটফোর্ডে নৃশংসতায় মূল তিনজনকে আসামি করা হয়নি ছবি সংগৃহীত
মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের ঘটনার মূল আসামিদের গ্রেপ্তার না করা ও মামলার এজাহার থেকে মূল তিন আসামিকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। এ ঘটনাকে ‘রহস্যজনক’ বলে মন্তব্য করেছেন তিনি।

সমসাময়িক পরিস্থিতি নিয়ে শনিবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। বিএনপির তিনটি সহযোগী সংগঠন—জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হত্যাকাণ্ডের উল্লেখ করে মোনায়েম মুন্না বলেন, ‘এই ঘটনায় যারা সরাসরি সংশ্লিষ্ট, ভিডিও ফুটেজ ও সিসিটিভি ক্যামেরার ফুটেজে যাদের দেখা গেছে, আশ্চর্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাতগুলো করেছে, তাদের অদ্যাবধি গ্রেপ্তারও করা হয়নি। এর কারণ আমাদের বোধগম্য নয়।’

তিনি বলেন, ‘গণমাধ্যমে মামলার এজাহারে উল্লেখিত বাদীর মেয়ে বলেছেন, মামলার এজাহারে খুনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিন খুনিকে পুলিশ কৌশলে বাদ দিয়ে নিরপরাধ তিনজনকে আসামি করেছে। ঘটনার ৬০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না... এটা একটি বিরাট প্রশ্ন ও রহস্য।’

মুন্না বলেন, ‘কারা কেন এই তিন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য জনকে আসামি করল, এটা আমরা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের (৯ জুলাই)। গতকাল শুক্রবার এই ঘটনা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। দুই দিন আগের ঘটনা কেন দুই দিন পর প্রচার হলো, এর পেছনে কারা জড়িত, সেটাও খুঁজে দেখা উচিত।’ এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়ে মুন্না বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে আমরা মনে করছি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর হওয়ার কোনো বিকল্প নেই। আপনারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকল্পে কার্যকর পদক্ষেপ নিন। এখানে আমাদের যদি কোনো ধরনের সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তা করতে সর্বদা প্রস্তুত আছি। একই সঙ্গে দেশের জনগণকে অনুরোধ করছি, আপনারা সতর্ক থাকুন। আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো সুযোগসন্ধানী রাজনৈতিক দল বা অগণতান্ত্রিক শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে অনুগ্রহপূর্বক সতর্ক থাকুন।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স