Thikana News
১৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৩ জুলাই ২০২৫

গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে আলোর মিছিল

গাজায় নিহত শিশুদের স্মরণে তেল আবিবে আলোর মিছিল
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদরদপ্তরের দক্ষিণপাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় ৪০০ প্রতিবাদকারী।  
ফিলিস্তিনের ছিটমহল গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনি শিশুদের স্মরণে ইসরায়েলের তেল আবিব শহরে প্রতিবাদী আলোর মিছিল করেছে কয়েকশ বামপন্থি আন্দোলনকারী।

নগরীটির কাপলান স্ট্রিটে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদরদপ্তরের দক্ষিণপাশ সংলগ্ন রাস্তা দিয়ে মৌন মিছিল নিয়ে এগিয়ে যায় প্রায় ৪০০ প্রতিবাদকারী, জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

চলতি বছরের প্রথমদিকে প্রায় দুই মাস গাজায় অস্ত্রবিরতি চলার পর ১৮ মার্চ থেকে ফের হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। তারপর থেকে গাজায় নিহত শিশুদের ছবি ও মোমবাতি হাতে মিছিল করেছেন এ প্রতিবাদকারীরা।

ছবিতে নিহত ফিলিস্তিনি শিশুর নাম, নিহত হওয়ার তারিখ, যে এলাকায় সে নিহত হয়েছে তার নাম উল্লেখ করা ছিল।
এ দিন রাতে তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি সরকারের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ অনুষ্ঠিত হয়। নগরীর হাবিমা স্কয়ারে সরকারবিরোধী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এখান থেকে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে তেল আবিবের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

গাজায় ২১ মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলি হামলায় প্রায় ৫৮ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের বড় একটি অংশ শিশু ও নারী।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স