নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরানোর পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুরের পর ইসির অফিশিয়াল ওয়েবসাইটে এই পরিবর্তন দেখা যায়।
এর আগে ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক দুপুর দুইটার দিকে সিনিয়র সচিবের দপ্তরে প্রতীক সংক্রান্ত গেজেট ও তালিকা জমা দেন।
সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নৌকা প্রতীকটি ওয়েবসাইট থেকে সরানো হয়েছে। তবে নির্বাচন শাখার কর্মকর্তারা বলছেন, নৌকা প্রতীক নিয়ে আগের সিদ্ধান্তই বহাল আছে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলেই কেবল নৌকা প্রতীক বাদ যাবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে ইসি ওয়েবসাইট থেকে তা সরাতে পারে।
নৌকা প্রতীক রাখার সমালোচনা শুরু হয় নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনীকে ঘিরে। এতে ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব করা হয়েছে, যেখানে জামায়াতের নিবন্ধন সক্রিয় থাকায় দাঁড়িপাল্লা যুক্ত হয়েছে। কিন্তু নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখায় সমালোচনা বাড়ে।
গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ইসির সমালোচনা করে লেখেন, অভিশপ্ত ‘নৌকা’ মার্কা কোন যুক্তিতে তফসিলে রাখা হলো? গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের অ্যাজেন্ডা বাস্তবায়নে এই সিদ্ধান্ত?
বর্তমানে ইসির তফসিলে ৬৯টি প্রতীক রয়েছে। এর মধ্যে ৫১টি দলীয় ও ১৮টি স্বতন্ত্র প্রার্থীদের জন্য। নতুন তালিকা চূড়ান্ত হলে প্রতীকের সংখ্যা দাঁড়াবে ১১৫।
ঠিকানা/এনআই