সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। আসন্ন সংসদ নির্বাচনে প্রবাসীরা নিরাশ হবেন না, এমন আশ্বাস মিলতে শুরু করেছে।
আর এ লক্ষেও নির্বাচনী জোয়ারে গা ভাসানোর প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। তারা মনে করেন, দল এবার তাদের মূল্যায়ন করবে। দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান ও অভিজ্ঞতাকে কাজে লাগাবে।
যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা বিগত ১৬ বছর প্রবাসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন। প্রবাসে এই রাজনীতির কারণে ক্ষমতাসীনদের হাতে গুম-খুনের ভয়ে দেশে যাননি তারা। এখন সময় বদলেছে। দেশে এখন অন্তর্বর্তী সরকার। তাই এক বুক আশা নিয়ে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রর বিএনপি নেতারা।
দল যদি মনোনয়ন দেয় তাহলে প্রার্থী হতে চান যুক্তরাষ্ট্র বিএনপির প্রায় এক ডজন নেতা। কতজন মনোনয়ন পাবেন, আদৌ পাবেন কীনা, তা জানেন না কেউ। তবে এবার আশাবাদী বেশ কয়েকজন নেতা। তারা বলছেন, আমরা নিঃস্বার্থভাবে দেশ ও দলকে ভালোবাসি। নির্বাচনে অংশ নেওয়া গণতান্ত্রিক অধিকার। আশাকরি দল আমাদের নিরাশ করবে না।
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট, মহানগর উত্তর ও দক্ষিণ এবং বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনায় এগিয়ে রয়েছেন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় নেতারা। তাদের মধ্যে রয়েছেন- যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাট, সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় সদস্য জিল্লুর রহমান জিল্লু, বর্তমান কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিল্টন ভুঁইয়া, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা আবু সাঈদ আহমেদ, তোফায়েল চৌধুরী লিটন প্রমুখ।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় সদস্য আব্দুল লতিফ সম্রাট। বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। নড়াইল-২ আসন থেকে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি নিউইয়র্কে বিভিন্ন সভা সমাবেশে নেতাকর্মিদের কাছে এ জন্য দোয়া চেয়েছেন।
লতিফ সম্রাট ঠিকানাকে বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতি করি। যৌবনে দলে যোগ দিয়েছি, এখন বার্ধক্যে পৌঁছে গেছি। মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির রাজনীতি করবো ইনশাল্লাহ। দলের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। তবে এবার দলের কাছে নমিনেশন প্রত্যাশা করবো। আশাকরি, দলের নীতি-নির্ধারণকারীরা আমার বিষয়টি মূল্যায়ন করবেন।
ঢাকা-১ আসনে নির্বাচন করতে চান যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতি করেন। আমেরিকার মূলধারা তথা প্রশাসনে বাংলাদেশ, এমনকী বিএনপির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তাঁর তৎপরতায় সিনেটর ক্রাউলির নেতৃত্বে বাংলাদেশ ককাস বাংলাদেশ সফর করেছে। তিনি নিজেও ওই প্রতিনিধি দলে ছিলেন। এই ককাসের প্রভাবে চট্টগ্রামে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পেলে তিনি বাংলাদেশকে আরও ভালো সাহায্য করতে পারবেন। তাঁর মতে দলীয় প্রার্থিতা পেলে তিনি প্রত্যাশিত আসনে নিশ্চিতভাবে জয়ী হবেন। এরপর বাংলাদেশের উন্নয়নে আমেরিকার অভিজ্ঞতাকে কাজে লাগাবেন।
গিয়াস আহমেদ বলেন, ছাত্র রাজনীতি থেকে বিএনপির এ পর্যায়ে এসেছি। ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র্রেও ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন। এবার তিনি নমিনেশন দাবি করবেন দলের কাছে।
জিল্লুর রহমান জিল্লু সিলেট-৪ (বিয়ানীবাজার) আসন থেকে নির্বাচন করতে আগ্রহী। ইতিমধ্যে তার একটি সমর্থকগোষ্ঠী গঠিত হয়েছে। এলাকায় পারিবারিকভাবে প্রতিষ্ঠিত জিল্লুর রহমান জিল্লু দলীয় নমিনেশন পেলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা হিসাবে পরিচিতি রয়েছে জিল্লুর রহমান জিল্লু। এ কারণে তিনি নমিনেশন চেয়ে হতাশ হবেন না বলে জানিয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা মিল্টন ভুঁইয়া চট্টগ্রামে সন্দ্বীপের কৃতি সন্তান। স্বাধীনতার ৫০ বছর উদযাপন কমিটির সাবেক সদস্য সচিব। তিনি ইতোমধ্যেই চট্রগাম-৩ (সন্দ্বীপ) থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। হাসিনা সরকারের পতনের পরপরই তিনি সন্দ্বীপে গিয়েছিলেন। হাজার হাজার মানুষকে নিয়ে তিনি সভা সমাবেশ করেছেন। এলাকায় তার পক্ষে জোয়ার উঠেছে। স্থানীয় জনগণ তাকে নির্বাচন করার জন্য অনুরোধ করছেন।
একই আসনে নির্বাচন করতে আগ্রহী যুক্তরাষ্ট্র প্রবাসী ও বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল। তিনি এবার দলের নমিনেশন পাবেন বলে আশাবাদী। যুক্তরাষ্ট্র বিএনপিতে তিনি ত্যাগী নেতা হিসাবে পরিচিত।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাষ্ট্র যুবদলের নেতা তোফায়েল চৌধুরী লিটন। যুক্তরাষ্ট্রের মূলধারায় বাংলাদেশি ব্যবসায়ী হিসাবে তার সুনাম রয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এলাকার মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বাংলাদেশে যেহেতু সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে, তাই এবার দলের কাছে মনোনয়ন চাইবেন তিনি।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) থেকে বিএনপির মনোনয়ন চাইবেন যুক্তরাষ্ট্র যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু সাঈদ আহমদ। ছাত্রদল থেকে রাজনীতিতে হাতেখড়ি এই তরুণ নেতা যুক্তরাষ্ট্রে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতি করেন। তিনি বলেন, দলের মনোনয়ন চাইবো। এ ব্যাপারে দল যে সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব। দলের প্রার্থীর পক্ষে কাজ করবো।