Thikana News
১৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

সাবওয়েতে নারীর ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড

সাবওয়েতে নারীর ওপর হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড
করোনার পরপর নিউইয়র্ক সিটির সাবওয়েতে বিভিন্ন হামলার ঘটনা ঘটে। এসব ঘটনার এখন বিচারকাজ চলছে। সাবওয়েতে হামলার ঘটনা করোনার পর যতটা বেড়ে গিয়েছিল, এখন তা কম হলেও একেবারে বন্ধ হয়ে যায়নি। কয়েক দিন আগেও এক নারীর ওপর পিপার স্প্রে করার ঘটনা ঘটে। এর আগে ২০২২ সালে সাবওয়েতে এক যাত্রীর ওপর হামলার অভিযোগে হামলাকারীর ২৫ বছরের কারাদণ্ড হয়েছে।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিস থেকে ডাকাতির অভিযোগে সাবওয়েতে হামলাকারীর ২৫ বছরের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে জানানো হয়েছে। ২০২২ সালে কুইন্স প্লাজা সাবওয়ে স্টেশনে এক নারীকে হাতুড়ি দিয়ে হামলা করা হয়। উইলিয়াম ব্লাউন্ট নামের ওই হামলাকারী ভুক্তভোগীকে স্টেশনের সিঁড়ি থেকে লাথি মারে এবং ১৩ বার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।
কুইন্স জেলা অ্যাটর্নি মেলিন্ডা কাটজ ১০ জুলাই ঘোষণা করেছেন, ২০২২ সালে লং আইল্যান্ড সিটির কুইন্স প্লাজা সাবওয়ে স্টেশনে প্রবেশের সময় একজন যাত্রীর ওপর বিনা উসকানিতে হামলার জন্য উইলিয়াম ব্লাউন্টকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্লাউন্ট ৫৭ বছর বয়সী এক নারীকে সিঁড়ি থেকে লাথি মেরে এবং বারবার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
জেলা অ্যাটর্নি কাটজ বলেন, এটি একটি জঘন্য আক্রমণ ছিল, যা সমগ্র দেশের দৃষ্টি আকর্ষণ করেছিল। ৫৭ বছর বয়সী এক নারী নিউইয়র্ক সিটি সাবওয়ে সিস্টেমে প্রবেশ করার সময় অন্ধ হয়ে যান এবং উইলিয়াম ব্লাউন্ট সিঁড়ি দিয়ে লাথি মেরে তাকে নামিয়ে দেন। এরপর আসামি বারবার তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে এবং মহিলার ব্যাগটি চুরি করে। তিনি এই বিচারে সাক্ষ্য দেওয়ার জন্য এবং সাহসের সঙ্গে আদালতে তার আক্রমণকারীর মুখোমুখি হওয়ার জন্য বেঁচে যাওয়া নারীকে ধন্যবাদ জানান।
৬১ বছর বয়সী ব্লাউন্ট, যার শেষ পরিচিত ঠিকানা ছিল ম্যানহাটনের উইলিয়াম স্ট্রিটে। গত এপ্রিল মাসে জুরি বিচারের পর প্রথম ডিগ্রিতে দুটি হামলার অভিযোগ, প্রথম ডিগ্রিতে দুটি ডাকাতির অভিযোগ এবং চতুর্থ ডিগ্রিতে একটি অস্ত্র রাখার অপরাধে দোষী সাব্যস্ত হন। আসামিকে হত্যাচেষ্টার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
কুইন্স সুপ্রিম কোর্টের বিচারপতি জন জোল, যিনি বিচারের সভাপতিত্ব করেছিলেন, তাকে ২৫ বছরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কাটজ আরও বলেন, অভিযোগ ও বিচারের সাক্ষ্য অনুসারে, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাত ১১টা ২০ মিনিটে ৫৭ বছর বয়সী নিনা রথসচাইল্ড কুইন্স প্লাজা সাবওয়ে স্টেশনে সিঁড়ি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন কালো লাঠি নিয়ে হাঁটতে থাকা আসামি পেছন থেকে তার দিকে এগিয়ে আসেন। ব্লাউন্ট রথসচাইল্ডকে সিঁড়ি দিয়ে লাথি মেরে ফেলে দেন, হাতুড়ি দিয়ে তার মাথায় ১৩ বার আঘাত করেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে ভিকটিমের বহু রঙের টোট ব্যাগটি ধরে ফেলেন। ভুক্তভোগীকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথার খুলির একাধিক ভাঙনের চিকিৎসা করা হয়। তার খুলির ক্ষতিগ্রস্ত অংশগুলো অপসারণ করে টাইটানিয়াম জাল দিয়ে প্রতিস্থাপন করার জন্য জরুরি অস্ত্রোপচার করা হয়। তার একটি আঙুল ভেঙে যায় এবং শরীরে অন্যান্য আঘাতও রয়েছে।
তদন্তকারীরা ভিডিও নজরদারি ব্যবহার করে অপরাধীর গতিবিধি ট্র্যাক করেন, যেখানে ব্লাউন্টকে রথসচাইল্ডের ব্যাগ বহন করতে দেখা যায়, যখন সে সাবওয়ে স্টেশন থেকে লং আইল্যান্ড সিটির ১২ স্ট্রিটে এক আত্মীয়ের বাড়ির দিকে হেঁটে যাচ্ছিল।
২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ব্লাউন্টকে গ্রেপ্তার করা হয়। পরদিন ১২ স্ট্রিটের বাড়িতে তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয় এবং পুলিশ ওই স্থান থেকে একটি হাতুড়ি, একটি কালো ছড়ি এবং ভিকটিমের টোট ব্যাগ উদ্ধার করে। পরীক্ষায় হাতুড়ি ও কালো ছড়িতে থাকা আসামি ও ভিকটিমের ডিএনএর মিশ্রণ পাওয়া যায়।

কমেন্ট বক্স