স্মৃতির ক্যানভাসে ঘোরে
অলৌকিক কত কত খেলা
মনের বেলকনিতে জমানো
হরেক রকম ফুলের মেলা।
হৃদয় আকাশে অঝোরে ঝরে
টাপুরটুপুর বৃষ্টির নীরব কান্না
মন খুঁজে না তো মণিমাণিক্য
হীরক খণ্ড অথবা পান্না।
মন জানালায় উঁকিঝুঁকি
নিভু নিভু প্রদীপ শিখা
ভাগ্যান্বেষী মনের খাতায়
সযতনে গাঁথা সব লিখা।
 
                           
                           
                            
                       
    
 
 


 কাজী নাজরিন 
                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
                                                     
                                                
