Thikana News
১৮ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কার কাছে বিচার চাইব আমি

কার কাছে বিচার চাইব আমি
কার কাছে বিচার চাইব আমি?
এই হৃদয়ের অলিতে গলিতে
রক্তাক্ত খানাখন্দে পরিপূর্ণ,
বিশ্বাসের ভিতটা কবে যে চৌচির হয়েছে!
এক এক করে উগলে নিয়েছে ঘরের খুঁটি
তস্করের বিনিদ্র রাতের প্রচেষ্টায়।

এলোমেলো হয়েছে ঘরের মাচান
লাউ শিমের তরতরে লতার দোলে,
মৌমাছির প্রণয়ে মাখামাখি প্রেম
বিদীর্ণ কষ্টের নীল বেগুনি প্রলাপের
ত্রিমুখের পথের দিশাহারা পথিক আমি।

হয়তো কোনো এক বিষণ্ন একাকী রাতে
ধুলোয় জমে যাওয়া এক অসমাপ্ত গল্প,
পরতে পরতে অদৃশ্য টলটলে সরোবর
আক্ষেপের বিলাপে তিরতির কাঁপে।

বিচারের দায়ভার কোনো একদিন
অদৃশ্য সেই রাজেশ্বরের কড়ে
তুলে দেব নির্ভাবনায় নির্ভার হয়ে।
তখনো কি হৃদয়ের অলিন্দের গোপন
হাজারখানা খন্দের খাঁজে খাঁজে,
পুঞ্জীভূত রক্তাক্ত ব্যথার আমন্ত্রণ
আমার মৃত্যুর পরোয়ানা লিখবে
ঈশ্বরী ভাবনায় স্মিত হাস্যে!
-আলবানি
 

কমেন্ট বক্স