দেশে ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে নতুন করে ভর্তি হয়েছেন ১১৪ জন ডেঙ্গুরোগী। ১৮ জুলাই (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, ঢাকা বিভাগে ৩১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০ জন, দক্ষিণ সিটি করপোরেশনে ১৯ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন।
এদিকে, একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন ডেঙ্গুরোগী। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ১১৭ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৮ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৯৫ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৩ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ডেঙ্গুরোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৬১ জনের।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বৃদ্ধি পায়, ফলে ডেঙ্গুর প্রকোপও বাড়ে। এ অবস্থায় জনসচেতনতা বৃদ্ধি, মশা নিধন কার্যক্রম জোরদার এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা।
ঠিকানা/এএস