Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

ধানমন্ডিতে পুলিশের সামনেই চাপাতি হাতে  ছিনতাইয়ের ভিডিও ভাইরাল

ধানমন্ডিতে পুলিশের সামনেই চাপাতি হাতে  ছিনতাইয়ের ভিডিও ভাইরাল ছবি সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি এলাকার রাসেল স্কয়ার (ধানমন্ডি-৩২) এলাকায় জনসমক্ষে চাপাতি হাতে এক ব্যক্তির ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, রাসেল স্কয়ারের উল্টো দিকে লেকের পাশে ফুটপাতে একজনকে চাপাতি হাতে এক ছিনতাইকারী হুমকি দিচ্ছে। ভুক্তভোগী আতঙ্কিত হয়ে সঙ্গে থাকা ব্যাগটি ছুড়ে ফেলেন। পরে ছিনতাইকারী এক হাতে চাপাতি আর অন্য হাতে ওই ব্যাগ নিয়ে ব্যস্ত সড়কের পাশ দিয়ে ট্রাফিক পুলিশের সামনে থেকে দ্রুত চলে যান। এ সময় আশপাশে থাকা অনেক লোক এবং চলাচলরত যানবাহন থেকে যাত্রীরা ঘটনাটি দেখছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত নয়টার দিকে। ঘটনা ঘটার কিছু সময় পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পুলিশ জানায়, ঘটনা রাত ১২টার দিকে ঘটেছে। এ বিষয়ে ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি। পুলিশ তাদের খুঁজছে।

ঘটনাস্থলের পাশের ফুটপাতে জুয়েলারি বিক্রেতা তানভীর আহমেদ বলেন, রাত নয়টার দিকে হঠাৎ ওই ছিনতাইকারী চাপাতি হাতে এক ব্যক্তিকে ধাক্কা দেন ও হালকা চাপাতি দিয়ে ভয় দেখান। ভুক্তভোগী আতঙ্কিত হয়ে ব্যাগটি ফেলে দিয়ে বলেন, ‘ব্যাগ নিয়ে যা, আর কিছু করিস না।’ এরপর ছিনতাইকারী ব্যাগ নিয়ে রাস্তা পার হয়ে চলে যান। আশপাশে অনেক লোক থাকলেও কেউ সাহস করে এগোননি।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনা রাত ১২টার দিকে ঘটেছে। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। আমরা ভুক্তভোগী ও ছিনতাইকারী উভয়কেই খুঁজে বের করার চেষ্টা করছি। ভুক্তভোগী থানায় অভিযোগ না করায় ব্যাগের মধ্যে কী ছিল, জানা যায়নি।

ট্রাফিক পুলিশের সামনে এমন ঘটনা ঘটার পরও তারা কেন এগোয়নি জানতে চাইলে ওসি বলেন, ওই সময় রাস্তায় যানবাহনের চাপ ছিল এবং ট্রাফিক পুলিশ সেটি নিয়ন্ত্রণ করছিলেন। ঘটনাটি খুব দ্রুত ঘটেছিল, তারা বুঝতেই পারেননি। ভিডিওতেও তা স্পষ্ট দেখা যায়। ঘটনাটি বোঝার আগেই ছিনতাইকারী পালিয়ে গেছে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স