Thikana News
২০ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২০ জুলাই ২০২৫

ইসলামী সংগীতের মধ্যে দিয়ে জামায়াতের সমাবেশ শুরু

ইসলামী সংগীতের মধ্যে দিয়ে জামায়াতের সমাবেশ শুরু
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করছেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করছে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘জাতীয় সমাবেশ’ ঘিরে ব্যাপক জনসমাগম দেখা গেছে। দুপুর দুইটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। ভোর থেকেই সমাবেশস্থলে লাখ লাখ নেতাকর্মীর উপস্থিতি দেখা গেছে।

মূল সমাবেশ শুরুর আগে চলছে হামদ, নাত ও ইসলামী সংগীত। জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন সংস্কৃতি বিভাগের সদস্যরা এসব সংগীত পরিবেশন করছেন।
সাইমুম, মহানগরী, রাজধানী শিল্পগোষ্ঠীসহ সাইফুল্লাহ মানসুর, মশিউর রহমান, রোকনুজ্জামান, ওবায়দুল্লাহ তারেকের মতো শিল্পীরা এতে উপস্থিত রয়েছেন।
দলটির সংস্কৃতি বিভাগের সদস্য আহসান হাবীব খান বলেন, আমাদের মূল সমাবেশ শুরু হবে দুপুর ২ টায়। এর আগেই আমরা আগত অতিথিদের জন্য এমন আয়োজন করেছি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স