একটি এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের গ্যাস সংরক্ষণাগার ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রংপুর নগরীর সিও বাজার সংলগ্ন গ্যাস ফিলিং স্টেশনটিতে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
আজ শনিবার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে রংপুর অটো গ্যাস ফিলিং স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, হঠাৎ বিকট শব্দে ট্যাংক বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর ট্যাংকের বিভিন্ন যন্ত্রাংশ চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ফিলিং স্টেশনে পার্ক করা অন্তত ১০টি অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাস দুমড়ে-মুচড়ে যায়। পাশ দিয়ে চলাচলরত দুটি বাসও ক্ষতিগ্রস্ত হয়।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক বাদশা মাসউদ আলম বলেন, গ্যাস ফিলিং স্টেশনটি বন্ধ ছিল এবং তখন মেরামতের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, ট্যাংকে লিকেজ থাকায় অতিরিক্ত চাপ সৃষ্টির ফলে এই বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এ সময় পাঁচজন আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত হয়নি। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের অভিঘাতে আশপাশের বাড়িঘরের জানালার কাঁচ ভেঙে গেছে।
এদিকে, বিস্ফোরণের পর রংপুর-দিনাজপুর মহাসড়কের ওই অংশে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
ঠিকানা/এসআর